শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
কবিতা

ছিন্নমেঘ

শফিক আলম মেহেদী

কোথাও আমার জন্য এক ফোঁটা বৃষ্টি

নেই; আকাশে উড়ছে একা ছিন্নমেঘ

বিরহপ্রবণ সময়ের। পার্থ নই

সর্বভুক নিয়তির কাছে পরাবৃত্ত

পথিকের মতো করুণ আঁচল পাতি;

রাত থেকে ভোর যেন দূরের অশেষ

পথ; প্রেম স্বপ্ন স্মৃতি কিছুই থাকে না

স্থির, মায়াবী ঘাতক জীবন বদলে

দেয় অলক্ষ্যে সবার; ইমন কল্যাণ

নয়, ভোরের আলোয় ঝরে সন্ধ্যারাগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর