শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

টাকা

মারুফ রায়হান

ছাপানো কাগজটা তিন বেলা আমাদের লাগে

এর বিনিময়ে বাঁচার রসদ পাই যে,

বাঁচার, নাকি শুধু প্রাণ ধারণের?

 

একসময় টাকাকে ঈশ্বর মনে হতো

একসময় মনে হতো মহাশয়তান

এখন টাকা স্রেফ একটা ছাপানো কাগজ

যা সংখ্যা মাত্র, গোনাগুনতির ব্যাপার

 

রুটি মদ ছাদ আর ওষুধ কাপড়ের জন্যে লাগে বটে

তবে বাঁচার জন্যে চাই স্বপ্ন সাহস সুন্দর সত্তা

আর কিনা এসবও আমরা ইদানীং ওই ছাপানো

কাগজের মূল্যে কিনতে পারবো বলে ভাবছি

আচ্ছা টাকায় কি ভালোবাসা মেলে! কিংবা বন্ধুতা?

 

কয়টা টাকার জন্যে বৃষ্টির আদরমাখা এই দিনে

কারো চোখের জল বৃষ্টিধারা হয়ে বয়ে চলেছে

কারুবা বৃষ্টি দেখার ফুরসত পর্যন্ত নেই

 

আজ আমার মনটা মরে আছে

ইচ্ছে হচ্ছে যা আছে পকেটে, সঞ্চয়ী হিসাবে

সব জড়ো করে এনে আগুন ধরিয়ে দিই...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর