শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
কবিতা

ঠাট্টা

জাহিদ হায়দার

‘মা ভাত বাড়ো

লায়ে আসতেছি।’

 

ছেলে ঢাকায় কাজের খোঁজে এল।

রাজধানীতে থাকা বন্ধুদের সঙ্গে

অনেক রঙিন তরঙ্গে ঘুরে

তিন মাস পর বাড়ি ফিরে গেল।

 

‘মা ভাত দাও

শাওয়ার নিয়ে আসছি।’

 

মা অবাক

ভাত বাড়ছে,

চোখ ভিজে গেছে।

 

ছাওয়াল পুকুরে যাওয়ার সুময়

আমাক শুয়ের ক্যলে ক্যা।

 

* পাবনার আঞ্চলিক শব্দ ‘লায়ে’ অর্থ গোসল। ‘ক্যলে’ অর্থ বললো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর