শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নীরবতা নহে মুক্তি

হায়দার হোসেন

আমি নির্বোধ, নির্লজ্জ,

নাকি সংশয় ভয় অবক্ষয়, দানিলো অসীম ধৈর্য।

 

কত নিষ্পাপ, মেধাবী প্রাণ, যায় ঝরে, গেল চলে

বড় সহিষ্ণু এ প্রাণ, সহে অশ্রু সিক্ত জলে।

কত কাল এই নীরবতা, নীরবতা নহে মুক্তি।

নীরবতায় হায়েনার দল, দিনে দিনে পরাশক্তি।

 

আমি নির্বোধ, নির্লজ্জ,

নাকি সংশয় ভয় অবক্ষয়, দানিলো অসীম ধৈর্য।

 

সত্যের পর মিথ্যার রাজ, আর কত কাল দেখবো।

নাকি সত্যের পথে, সত্যের রথে আমরা জ্বলে উঠবো।

কত মায়ের কোল খালি হলো, হাহাকার কত বুক।

সব দেখে শুনে, বিবেক কেমনে, বসে থাকে নিশ্চুপ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর