শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
কবিতা

সহযোগিতা

শামীম আজাদ

দীর্ঘ সহচর আমার

বিদ্ধ তুমি, ঘুমিয়ে আছো কি এখনো?

আমি যে জাল দিচ্ছি শুশ্রুষা তোমার!

তোমাকে আহত করেছে যারা

তারা আজ নিতান্তই অচ্ছুত হয়ে গেছে

নিস্তেজ শরীরে নিজেদেরই নিন্দাপাতে বড়ই কাহিল।

 

চল, ক্ষমা করে দিই তাদের

ওরাতো জানে কেবল কিভাবে ডাইনাস্টির রশুনে

উৎকৃষ্ট মানুষগণের কলিজার ভুনা করা যায়,

মন থেতলে সাওয়ার ক্রিম ঢেলে

ডন্টিং ডেসার্ট বানানো যায়।

 

ওঠো, আরেকবার দেখাই তাদের-

কী করে সন্তানের লালায় বৃষ্টিজল সৃষ্টি করা যায়।

মেঘ, মুঢ় ও ময়ূরের জন্য চৌদ্দ হাজার সিঁড়ি পেরিয়ে

ঐ উপত্যকার বিষ ও দংশনের দশকগুলো

উপেক্ষা করা যায়।

 

স্বপ্নধর ফড়িংরা সুবিধার বাতাসে উড়াল দিলেও

সংসার বাষ্পে ঠিকই বিছানার চাদর পাতা যায়।

শিশিরে পরাগের সম্ভ্রম বসাতে হলে

তোমাকে ছাড়া পারবো না গো,

ওঠো!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর