শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘শব্দ’ ও ‘নৈঃশব্দ্য’

জোবায়ের মিলন

যে তুমি পাশ কেটে যাও সময়ের

সে তোমাকে পকেটমার, চোর, ঠকের চেয়ে

উত্তম কিছু ভাবতে হোঁচট খাই-

সময়কে এড়িয়ে বাঁচে লাশকাটা ঘর।

 

‘শব্দ’ ও ‘নৈঃশব্দ্য’ দুটি ভিন্ন শব্দ

‘নৈঃশব্দ্য’ এর ভেতর থাকে অবল, অবলা-দায়হীনত্ব;

‘শব্দ’ এর ভেতর চিরদিনই আগুন থাকে,

বাঁক থাকে। ...বাঁক খুব প্রয়োজনীয়।

 

সময়ের চারপাশ দিয়ে ‘নৈঃশব্দ্য’-এর বসত

‘শব্দ’ সময়ের কেন্দ্রে সরব।

সময় থেকে দূরত্বে যে আপেল

তা আমি অখাদ্য বলে ডাস্টবিনে ফেলতেই

পছন্দ করি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর