শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকা

শেখ আতাউর রহমান

বদ্ধকাঁচের জানলায় তাকিয়ে দেখি সচল হয়ে নামছে

উড়োজাহাজের বিশাল চাকা-

তারপর নিমেষে নিচে নামে চোখ-কোথায় ঢাকা?

ধীরে ধীরে স্পষ্ট হয় চোখে ছড়ানো ছিটানো কেবল ইটের জঙ্গল?

যেন বিশাল এক বিস্তীর্ণ ইটের ভাটা!

বদ্ধকাঁচের ভেতর থেকেই আমি ইটভাটার

দমবন্ধকরা ধোঁয়াশাগন্ধ পাই-

এখানেই নাকি প্রায় চার কোটি মানুষ নিয়েছে ঠাঁই!

আমি আতঙ্কে দ্রুত পেছন ফিরি-হায়, দেখি ফেরবার পথ নাই!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর