শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
কবিতা

সম্পর্ক

আহাদুজ্জামান মোহাম্মদ আলী

আমাদের সম্পর্কের দড়াদড়ি

বেশ আলগা এখন,

কিভাবে টানটান করে বাঁধা যায়

তার ইচ্ছেটাও যেন নেই,

এমন ছিল না একসময়,

প্রতিনিয়ত সম্বন্ধ সংযোগ

পরখ করার প্রয়োজন পড়েনি;

সম্পর্কের ঝলমলে রোদে

চাঙ্গা হতাম আমরা একসাথে

সহজ স্বাভাবিকতায়,

এখন সমবেত কথাটা প্রায়

আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে।

 

সংলগ্নতায় বিস্তর ফাঁকফোকর,

ভেজা ভ্যাপসা গন্ধ নির্গত হয়

যোগাযোগের পরিসর থেকে,

ছেঁড়া সম্পর্ক সতেজ হয় না

অবসন্ন রোদের আভায়;

ক্লেদাক্ত পাঁক থেকে বেরিয়ে

বাঁক নিয়ে ভিন্ন পথে যাওয়ার

শক্তিও হারিয়ে ফেলেছি আমরা,

কবে সম্পর্কের যৌথতায় ফিরব

সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর