শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বই পরিচিতি

বই পরিচিতি

আত্মউন্নয়নমূলক এবং অনুপ্রেরণামূলক জীবনদর্শনের এক অসাধারণ প্রতিচ্ছবি ফুটে উঠেছে  কসমিক লাইফ। বইটি রচনা করেছেন

কর্নেল মোঃ রাব্বি আহসান, পিএসসি। ২০৭ পৃষ্ঠার এ বইতে মানব জীবনের  আবশ্যিক প্রতিটি অলিগলি লেখক স্পর্শ করেছেন। জীবনের সাধারণ সব কথাগুলোই গল্প, বাণী, যুক্তি এবং উদাহরণসহ তুলে ধরা হয়েছে। এ বইকে ‘আমিত্ব’ নেই। লেখক তার বইতে সমস্ত পৃথিবীর, সকল ধর্মের এবং সকল সময়ের উদাহরণ দিয়েছেন। ব্যক্তিগত উদাহরণ উপেক্ষা করেছেন। তিনি বলেছেন, প্রতিটি মানবের মধ্যেই যেন এক একটি ছায়া মহাবিশ্বের চলাচল। মানবের সেই অলৌকিক আধার সক্ষমতার আকর এই বই। প্রতিটি মানব যেন জীবন যাপন করতে শেখে ও তার অশেষ সক্ষমতাকে, সম্ভাবনাকে বুঝতে পারে। মহাবিশ্বের পার্থিব-অপার্থিব্যের সমন্বয়ে মহাজাগতিক এক অনন্য জীবনদর্শনের নির্যাস থেকেই হয়তো বইয়ের নাম করেছে। প্রচ্ছদ প্রশংসার দাবি রাখে। বইটি প্রকাশ করেছে আহসান পাবলিকেশন। এ বই শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক। জীবনের কথকতা, জীবনের লক্ষ্য নির্ধারণ, বিশ্বাস, আত্মবিশ্বাস, নিজেকে ভালোবাসার গুরুত্ব, জীবন সংগ্রাম, জীবনের প্রতিকূলতা, কঠোর পরিশ্রমের

অপরিহার্যতা, সময়ের সদ্ব্যবহার, সফলতার পথ, নীরবতার শক্তি, মন, ভাবনা, কল্পনা, কৃতজ্ঞতাবোধ, প্রার্থনা, দানের মাহত্ব, ভয়, সমালোচনা, হতাশা, প্রতিযোগিতা ও তুলনার নেতিবাচকতা, সুখ-দুঃখ, হাসির ম্যাজিক, সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা ইত্যাদি আলোচিত হয়েছে। বইয়ের দাম তিনশ টাকা। বইটি পাঠকের ইচ্ছাশক্তি, জানার আগ্রহ তথা বুদ্ধিদৃপ্তির সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে। বইটি পড়ে পাঠক সত্যিই উপকৃত হবেন। ২০১৯ সালে প্রকাশিত ‘কসমিক লাইফ’ বইটি বিশ্বব্যাপী আলোচিত হবে এই আমাদের আশা।

 

মেহেদী হাসান অনীক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর