শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

খাঁচারা উড়াল খোঁজে

সোহরাব পাশা

আমরা তখন কেবল বিষাদ লিখি

আর স্বপ্ন দেখি এক সুন্দর আগামীর

শূন্যতার ভিড়ের ভেতর

 

সবুজ রোদ্দুর হেঁটে গেছে গতকাল

রাত্রির ভেতর খুঁজি ডানার সকাল

ক্লান্তি ভেজা ঘুমের ভেতর হঠাৎ ফুরিয়ে যায়

আমাদের ছোট ছোট ভোর

দীর্ঘ রাত্রির খাঁচায় ঝরে পড়ে আঁধারের নুন

 

খাঁচারা উড়াল খোঁজে ছেড়ে মেঘ কুয়াশার ঘোর

খাঁচারা বিহঙ্গ হতে চায় অন্য এক আকাশের

যেখানে ঝরছে নিরন্তর বসন্ত রৌদ্রের রাঙা

ভোর

আর তিন খন্ড হলুদ বিকেল

একা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর