শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভালোবাসার চাঁদ

আমিনুল ইসলাম

অতীতের ভাঙাঘরে চিৎ হয়ে শুয়ে সুদিনের মমি মসলিন

আলমারি স্যুটকেস, সিন্দুক-কোথাও একরত্তি হাসি নেই

বেলোয়াড়ি কাচের চুড়িতে শেফালির ষোড়শী কব্জির ছাপ

পুরাতন কাগজের নোটে এমবোস সিল মর্মে ভ্রম জাগে

নদীর কঙ্কালে রাতের হাওয়া লেগে বেজে ওঠে যে সুর

তার গায়ে মিশে আছে হারানো দিনের সোনাঝরা রোদ।

 

মাকড়ের জালে চোখ রেখে পুরনো উঠোনে বাসা বাঁধে

পাতাঝরা দিন; মৌনতার এসএমএস পেয়ে ঊরুখোলা

হাওয়ায় বাধাহীন উড়ে আসে- প্ররোচনার পারফিউম মাখা

জেনিফার লোপেজের মিনিস্কাট, ক্যাটরিনার সোনালি ব্রা

তো ঝুঁকে পড়ে মন; কিন্তু একটি দোআঁশমাটির মুখে

চোখ পড়তেই লোভের লাগেজসহ ফিরে আসি-শাটল ট্রেন

 

প্রত্যাবৃত্ত সাঁঝে প্রত্ন-আলো ছড়িয়ে হাসে ভালোবাসার চাঁদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর