শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
কবিতা

মিলন-বিরহ

হাবীবুল্লাহ সিরাজী

মিলনের ক্ষেত্র থেকে বিরহের ভূমি

ব্যবধান মানুষ-সমান

মানুষ কি জানে তার স্থান?

 

পুরুষের দৈর্ঘ্যে থাকে অসমাপ্ত মাপ

নারীর প্রস্থের রূপ হাওয়ার তাড়ায়

ভূমিকালি ক্ষেত্রফল হ’লে

উভয়ের উচ্চতার ফেরে

মিলনে জড়িয়ে আছে বিরহের ছায়া

 

বিরহের পর্ব থেকে মিলনের আলো

বীজে বৃদ্ধি পায়

মাটিও নয় তার সাধারণ অতি

যোগাযোগে সিদ্ধ হ’য়ে কর্ষণে-বর্ষণে

ক্ষীণ হয় ব্যবধান

ফলে মেলে ঘনত্ব-সন্ধান

মানুষ কি জানে তার মান?

 

মান আছে তাই মানুষ-মানুষে

মান আছে তাই নারী ও পুরুষে

দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায়

বিরহে-মিলনে

কর্ষণে-বর্ষণে

মানে আর মনে

মানুষের চেয়ে বড়ো কিছু নাই

মানুষ আমার ভাই...

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর