শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দ্বৈরথ

মিনার মনসুর

তুমি ক্ষুধায় মরতে বসেছিলে, সে তার বক্ষ উন্মুক্ত করে দিয়েছিল। তোমার কোনো আশ্রয় ছিল না, সে তার বাহুর বর্ম দিয়ে তোমাকে ঢেকে দিয়েছিল-মুরগি যেভাবে ঢেকে রাখে তার ছানাগুলোকে।

 

তুমি খুব ক্লান্ত ও ত্রস্ত ছিলে, সে তোমাকে বুকে শুতে দিয়েছিল। বরফের চাবুক ক্ষতবিক্ষত করছিল তোমার বিবস্ত্র দেহটিকে, সে তোমাকে উষ্ণতা দিয়েছিল।

 

অতঃপর তুমি তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছো, জর্জরিত করেছো বল্লম ও হাতুড়ির আঘাতে আঘাতে। তোমার দানবীয় লালসার হাত এখন তার কণ্ঠনালির ওপর।

 

তুমি যাকে নির্বোধ ভাবো, সেই-ই কিন্তু তোমাকে জুজুৎসু শিখিয়েছে! আর তোমার বিস্মৃতির গলা জিরাফের মতো এমনই বেঢপ- তুমি যে আগন্তুক মাত্র-তাও বেমালুম ভুলে বসে আছো!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর