শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বই পরিচিতি

বই পরিচিতি

ভারতের খ্যাতিমান লেখক খুশবন্ত সিং ৯৮ বছর বয়সে রচনা করেন ‘খুশবন্তনামা’। এটি তার আত্মজীবনীমূলক রচনা। এই বইতে তার পছন্দ অপছন্দ, ভালো লাগা, খারাপ লাগা, রাজনীতি, কূটনৈতিক ও লেখক জীবনের নানা প্রসঙ্গ উঠে এসেছে। লেখকের মতে, অবসর নিয়ে বসে থেকে জীবন পার করে দেওয়ার কোনো মানে হয় না। জীবন উপভোগের পাশাপাশি পরিশ্রমও করতে হবে। প্রচুর পড়াশোনা করতে হবে। জীবনে চলার পথে লোভকে তিনি পাপ হিসেবে দেখেছেন। জীবনে দীর্ঘায়ু ও সুস্থ থাকার জন্য ১২টি পরামর্শ দিয়েছেন লেখক। সত্যিকারের একজন লেখক হওয়ার জন্য কী প্রয়োজন তার পরামর্শ দিয়েছেন তিনি। জীবনে দীর্ঘায়ু পেতে হলে রোজ ব্যায়াম করতে হবে।

বইটিতে কিছু যৌন বিষয়ক কৌতুকও স্থান পেয়েছে। অনুবাদক আনোয়ার হোসেইন মঞ্জু দক্ষতার পরিচয় দিয়েছেন। বই প্রকাশ অগ্রদূত প্রকাশনী। ১০৪ পৃষ্ঠার বইটির মূল্য ২০০ টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর