শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সরল যুদ্ধের অল্পকথা

হাসান কল্লোল

এই যুদ্ধটা ঘরে থাকার, এই যুদ্ধটা অন্যরকম-

এ যুদ্ধটায় বন-বাদাড়ে, শীতের বিলে

সবুজপাতা মাথায় বেঁধে, হাতের মুঠোয়

মৃত্যু নিয়ে, গ্রেনেড ছুড়ে শত্রুসেনার টেন্ট জ্বালানো নি®প্রয়োজন।।

এই যুদ্ধটা সহিসষ্ণুতার, এই যুদ্ধটা ঘরে থাকার।

 

এই যুদ্ধটা ঘরে থাকার, একলা চোখে

জীবন দেখার। সম্ভ্রমহীন বোনের পাশে, বাবার চোখে অপলকে দুঃখ বোনার নেই প্রয়োজন।

বরং তুমি তাকিয়ে দেখো জানলা দিয়ে;

আকাশ ভেঙে ময়ূর যেমন পেখম মেলে, তেমন সুরে কুমড়ো ফুলে প্রজাপতি মেলছে ডানা।

দেখছ যুবক এই দুপুরে কেমন করে বৃষ্টি নামে

বুনোফুলের গন্ধ তোমার সবুজ চোখে-

কার্নিশে আজ দুলছে হেসে বাবুই ছানা

এসব দৃশ্য কোনো যুদ্ধেই যায় কি দেখা।

সব যুদ্ধেই রক্ত, বোমা ছিন্নভিন্ন লাশের দেহ...

 

এই যুদ্ধটা অন্যরকম, এ যুদ্ধটায় ন’মাস নয়-

অল্প ক’দিন থাকতে হবে নিজের সাথে, সঙ্গরোধে

দূরে দূরে হাঁটতে হবে অমঙ্গলের পথ-বিনাশে।

এ যুদ্ধটা খুবই সরল আর একটু ভুলেই মৃত্যু মেলে

অসচেতন আদিখ্যেতা আগুন হয়ে ছোবল তোলে।

 

এই যুদ্ধটা অন্যরকম, এই যুদ্ধটা ঘরে থাকার

এই যুদ্ধটা মায়ের বুকে দেশকে আবার

জয়ী দেখার।।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর