শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

বেসামাল আঙুলের উপসংহার

স ম তুহিন

সূর্যের এই তৃতীয় গ্রহে জটিল বাঁকে

সুনিপুণভাবে থামতে জানতে হয়

 

হাত ধরাধরির মুহূর্তে দখলদারির ইচ্ছে এড়াতে হয়

ঈর্ষা জাগলে পায়ের তলা থেকে সরিয়ে দিতে হয় দুরবীন

 

গেঁথে থাকা পতাকার রং

চোখ থেকে সরিয়ে দিতে পারলেই

অবলীলায় খুলে যায় আশ্চর্য নির্মাণের দরজা

শুরু হয় নতুন শিরোনাম

বেসামাল আঙুলের উপসংহার

 

সুখ ছাপিয়ে লুকিয়ে থাকে মৌলিক কান্না

কারও চোখে লুকিয়ে থাকে সটান দেবদারুর দৃঢ়টা

 

দীর্ঘ সমাদর পর্ব

অনুরাগের রঙে রেঙে ওঠে

নিঃসংকোচে সঁপে দেয় পৃথিবী

নেশার জালে আটকে যায় সূর্য

 

খেরোখাতার মলাট ছিঁড়ে বের হয় নিখুঁত গেজেট

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর