শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

মৃত্যু

জাহাঙ্গীর আলম জাহিদ

অদ্ভুত শান্ত, অতি সন্তর্পণে আসা মৃত্যু!

নেই কোনো আনুষ্ঠানিকতা, নেই কোনো বিলাপ

চুপি চুপি, চির বিদায়ের অনাড়ম্বর মৃত্যু!

 

শত চেষ্টায়ও যায় না ধরা, আহা! নিমিষেই চলে যায়, ক্ষণ!

বেদনা বিধুর মর্মজ্বালা ছাড়া, আর কিইবা আছে, উপশম?

সবশেষে, বন্ধু বেশে, মৃত্যু! করে আলিঙ্গন!

 

নশ্বর ধরণীর, অবিনশ্বর শ্বাস

যায় কোথায়? কিছুই না বলে, সজীব অবয়ব ছেড়ে!

গুচ্ছ গুচ্ছ স্মৃতি রেখে, কীসের আশায়, কোন সুদূরে!

 

মৃত্যু! বিরামহীন নিরাকার মৃত্যু!

স্বর্গীয় মর্ত্যরে, অশান্ত, বেদনার মৃত্যু!

নীরব শোকের, ভয়ার্ত, নিশ্চুপ মৃত্যু!

 

সকল আনন্দ, আকাক্সক্ষা আর মোহ ত্যাগ করে

চিরদিনের জন্য, সবকিছু বেমালুম ভুলে

অনন্তকালের আবর্তে, হারিয়ে যাওয়ার, নির্ভুল, নিরেট মৃত্যু!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর