শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

বত্রিশের প্রেম ও মতিঝিলনামা

শতাব্দী জাহিদ

এই খাপছাড়া জীবন

প্রেম ছাড়া প্রেম-প্রেম

ছই ছাড়া নৌকায় উদাম নদী

আকাশ টলে ঢেউ ঢেউ পানি।

 

টিনএজ রিঅ্যাকশান তাই নাকি বাড়াবাড়ি-

আমার তো ছিইড়া যায় হৃৎপি-

নিজেকে খুন করে, খুনিদের তালিকায় নামজারি।

 

মতিঝিল পাড়ায় ক্ষুধার পায়ে পায়ে রোদ পোহাই

কাচের অট্টালিকার মাথায় সাদা আসমান

কালো পাখির মিছিল ছোট হয় বড়ো হয় গ্লাসের ছবি।

 

কই আমার তো টিনএজ নাই

একটা একটা পাকে চুল, দাড়ি-

খুব পোড়ায়

বারবার খুন করি-

বয়সের ছাতায় বৃষ্টি কাভার করে না

পোড়ায় শরীর মন হৃৎপি- মানা জীবনের সীমানা যতখানি

সর্বশেষ খবর