শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা
কবিতা

অরণ্য কখনো কি দূরে?

কাজল বন্দ্যোপাধ্যায়

এখনও কি এ অরণ্যের ক্লান্ত-ধ্বস্ত ছবি নয়, নেমে গেছে

আঁধারের দীর্ঘ ঝুড়ি রক্ত-লাল জলে?

নয় সেখানে কামড়, থাবা, নখ?

কোষে-কোষে কতো বল, প্রাণ, বিষ, মধু,

রঙ, রস সংগ্রহ ক’রে এখনও

একান্ত শয্যায়, বিরক্ত অফিসে, গিজ্গিজ্ মলে 

কে কি হতে পারে-সিংহ, চিতা, সাপ, জোঁক,

কণ্টক-সজারু, বিষ-ক্যাক্টাস্, হাঙরের পাশে অক্টোপাস!

লোকেদের চেহারা, ভবন, গ্রাস, লালা

অরণ্যের কোন্ এলাকার এইসব ছবি নয়, সুর?

 

কতো পথ পার হলো কেউ?

অরণ্য কখনো কি দূরে?

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর