শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

জন্মান্ধ সই

আলমগীর রেজা চৌধুরী

সর্বত্র নীরবতার ভান চলে-

দেখো, পুকুরের জল কেমন নিথর!

করমচা গাছজুড়ে হরিয়ালের কলরব নেই

কচিপাতা কাঁপনহীন, ডালপালার গলি-ঘুপচি

পেরিয়ে যে আকাশ, তার নীলজুড়ে হলুদাভ প্রলেপ-

বেলা কী গড়িয়ে গেল?

রাত নামবে। দিনহীন রাত, রাতহীন ভোর

মানুষের নিয়তিতে আকণ্ঠ গরল ঢেলে দিয়েছে

স্পন্দনহীন শবদেহের প্রতি পৃথিবীর কোনো মোহ নেই

প্রেমহীন তুমি ঘুমিয়ে থাকো-

জলসিক্ত মাটিতে মমতার অব্যক্ত ক্রন্দনে

আমার নামাঙ্কিত সিলমোহর নেই।

 

সর্বত্র নীরবতার লুকোচুরি

শুধু তুমি নাম কল্লোলিত জলের সই

আনত অক্ষিপল্লব জন্মান্ধ শুশুক

বারবার ডাঙায় উঠে আসে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর