শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

অপারগ স্বপ্ন

ফখরুল করিম

মেঘের রাজ্যে হলদে নারীর আনাগোনা

স্তম্ভিত হয়ে আমি দেখি তাদের,

এ যে দেহ নয় কাঁচা সোনা!

সাগরের উত্তাল ঢেউয়ের তরঙ্গে

তাদের চলে আলাপচারিতা,

এ যে ঢেউ নয় শুভ্রতার ফেনা!

পাহাড়ের সুউচ্চ চূড়ার সঙ্গে চলে

তাদের দেনদরবার,  

এ যে দরবার নয় নম্রতারই জানাশোনা!

আকাশের নীলিমার উচ্ছলতায়

চাঁদের আলোয় দীপ্তিমান, এ যে

দেখছি, আমার হৃদয় যেন

তাদের জন্যই চিরচেনা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর