শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা
কবিতা

শ্রীমান সবুজ

শামীম আজাদ

তোমার নিঃশ্বাস

নির্বিকার শরীর সন্ধিস্থল

কি অনায়াসে নেয় তুলে

সব ম্লান ও ময়লা অবিচল।

 

তুমিই আমার শ্রেষ্ঠ বিষাদ-পিউরিফায়ার।

 

নির্ঘুম রাতে নিঝুম কপাটে

ঘাড়ের কাছে তোমার চলাচল

আনে নিদ্রা

আনে অজস্র ঘুমফল।

 

তুমিই আমার শ্রেষ্ঠ ট্রাঙ্কুলাইজার।

তোমার দু-একটি কথা

ও ভাবনার সাবান জল

সুন্দর ধুয়ে নেয়

সব করোনার অঞ্চল।

তুমিই আমার শ্রেষ্ঠ ভেন্টিলাইজার॥

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর