শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা
কবিতা

যদি প্রাণে বেঁচে যাই

সম্পদ বড়ুয়া

যদি প্রাণে বেঁচে যাই, যদি দেখি নতুন সূর্যোদয়,

ঊষার আলোর রাঙা রথে চড়ে করবো বিশ্বজয়।

 

যদি প্রাণে বেঁচে যাই, যদি শুনি বাজে জয়ডংকা,

জাগিবে পৃথিবী নব নব রূপে, নেই কোনো শংকা।

 

যদি বেঁচে থাকি, বলি-কেটে গেছে করোনা আঁধার,

মৃত্যুর মিছিল শেষে পার হবো পর্বত বাধার।

 

যদি প্রাণে বেঁচে যাই, যদি নিই বুক ভরা শ্বাস,

প্রতিটি মুহূর্ত গুণে মানুষেরে করেছি বিশ্বাস।

 

যদি বেঁচে থাকি, কানে যদি আসে পাখিদের গান,

সবাই থাকুক সুখে পৃথিবীর আছে যত প্রাণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর