শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা
কবিতা

কয়লাতন্ত্র

শেখ আতাউর রহমান

কয়লা, ধুলে নাকি যায় নাকো ময়লা

ওয়াশিংমেশিন-সেও হয় পরাস্ত, যতই চেষ্টা কর রাতদিন

বলোতো হে বাপু, কি সেই মহামন্ত্র? বিকল করেছে সবযন্ত্র?

যতই মারো রেঁদা-এইকালো হয়না কো সাদা!

যত ঘস ভিম-শীত আর গ্রীষ্মে বিরামহীন

শেষাবধি এইকালো রয় অক্ষয়! বুঝি সে আজন্মের কলঙ্ক বয়!

বাছা, বকছি কি আমি কোনো প্রলাপ? ঠিক আছে, করে দাও মাপ!

কিন্তু, বলো তো হে বাপু, গাঁদা কি কখনো হয় সুগন্ধি গোলাপ?

নাকি আঁধার ছড়ায় জ্যোৎস্না-প্রেমউত্তাপ?

প্রতিটি অণু যে তার কুচকুচে কালো-কি অভিশাপ!

প্রায় আড়াইহাজার বছর আগে, কোনো এক বৈশাখে,

বলেছিলেন কনফুসিয়াস, এ-গ্রহের মানুষ সব প্রায় একইরকম

কেবল স্বভাব তাদের পৃথক করে রাখে!

কয়লার স্বভাবও বুঝি তাই, এটা তার নিয়তি যে ভাই,

জীবনভর সে কালোই থাকে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর