শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা
কবিতা

আমাদের আদিম স্বভাব

দুখু বাঙাল

বেড়ালের মতো নৈঃশব্দ্যে পা ফেলে এলো অন্ধকার

বিহ্বল দৃষ্টিতে পরস্পর মুখোমুখি পরাশক্তি-হীনশক্তি

সর্বত্র নীরবেই ফসকে যাচ্ছে বন্ধুত্বের দৃঢ় হাত

আজ কোনো শত্রু নেই, বন্ধুত্ব সেও বহুদূর

ভালোবাসার পৃথিবীটা বড় বেশি ফাঁকা হয়ে গেল!

 

মানুষের বুকের কাবায় নাকি বসত তোমার

জলভরা চোখে তার তুমিও কি কম বিচলিত!

সৃষ্টিকে তোমার যদি যত্রতত্র করো হেলাফেলা

সৃষ্টির শ্রেষ্ঠত্বে তবে নিজেও তো হবে বিব্রত

সবুজ এই পৃথিবীটা বড় বেশি ফিকে হয়ে গেল।

 

প্রতিবার দংশনে গাছটিকে ছুঁয়ে যায় বেজি-

সাপে-নেউলের সেই দংশিত বেজিটির মতো

তোমাকেই গাছ ভেবে বারবার ছুঁয়ে ছুঁয়ে যাই।

প্রভু, আমরা তো গন্দম খাওয়া এক পিতার সন্তান

ক্ষমা চেয়ে ধন্য হওয়া আমাদের আদিম স্বভাব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর