শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা
বই পরিচিতি

পদ্মা সেতুর ইতিকথা

মাসুদ সিদ্দিকী

পদ্মা সেতুর ইতিকথা

বাংলাদেশের একটি প্রধান নদী পদ্মা। দেশের উন্নয়নের অংশ হিসেবে সর্বনাশা পদ্মা নদীর উপর পদ্মা সেতু প্রকল্প হাতে নেওয়া হয়। মূল সেতুর টেন্ডার প্রক্রিয়ার সময় বিশ্বব্যাংক প্রথম আপত্তি তোলে। বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের টানাপড়েন  শুরু হয়। পরবর্তীতে সুপারভিশন কনসালটেন্সি প্যাকেজের টেন্ডার মূল্যায়নে কথিত দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে ব্যাংক মাঝপথে কাজ বন্ধ করে দেয়। পদ্মা সেতু প্রকল্প থেকে ঋণ প্রত্যাহার করা হয়।  পদ্মা সেতু নির্মাণ নিয়ে সম্প্রতি ‘পদ্মা সেতু : সততা ও আত্মবিশ্বাসের বিজয়’ শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। লিখেছেন  যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। বইটির ভূমিকা লিখেছেন ড. মসিউর রহমান। বইটিতে তিনি পদ্মা সেতু নিয়ে বিশেষজ্ঞ আলোচনা করেছেন। আলোচনায় উঠে এসেছে দাতা সংস্থার অর্থায়নে নেওয়া উন্নয়ন প্রকল্পের পিছনে থাকা রাজনৈতিক অর্থনীতির প্রসঙ্গ। আবার কারাগারের ডায়েরি একান্ত আত্মজৈবনিক। বইটি উৎসর্গ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ বইটিতে পদ্মাসেতুর বিষয়ে যে ভুল ব্যাখ্যা ছিল লেখক সে বিষয় সহজ করে সঠিক তথ্য আমাদের কাছে  তুলে ধরেছেন। সেতুর পরামর্শক নিয়োগ, টেন্ডার আহ্বান, মূল্যায়ন, বিশ্বব্যাংকের আপত্তি, দুর্নীতির অভিযোগ, দুর্নীতি দমন কমিশনে মামলা, লেখকের কারাবরণ ও সসম্মানে মুক্তি প্রভৃতি বিশেষভাবে আলোচিত হয়েছে। চমৎকার মূল্যায়নধর্মী একটি গ্রন্থ। এ বইয়ের মাধ্যমে পদ্মা সেতু সম্পর্কে জনমনে যে ভ্রান্তি ধারণা ছিল তা মোচন হবে। চারশ পৃষ্ঠার বইটির মূল্য পাঁচশ টাকা। প্রকাশিত হয়েছে বিদ্যাপ্রকাশ থেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর