সাউথ কেরোলাইনাতে ঢুকার মুখে আমরা রোডসাইডে ঘাসের ওপর গাড়িটি পার্ক করি। লকডাউন উঠেছে বটে, তবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই, আমি ও হলেন আমাদের মেয়ে কাজরিকে নিয়ে সাবধানে সাউথ কেরোলাইনা অঙ্গরাজ্যের একটি হর্স ফার্মে ছুটি কাটানোর ব্যবস্থা করেছি। অনেকক্ষণ ড্রাইভ করেছি। সুতরাং একটু হাত-পায়ের খিল ছোটানোর মওকা পেয়ে খুশি হই। সিগাল-ভাসা আকাশের তলায় উতল…