শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
কবিতা

দরজার খিল

বিমল গুহ

আকাশ বিদ্রুপ করে মানুষের মুখে মাস্ক দেখে

হেসে ওঠে ওপাড়ার ছেলে-ছোকরারাও,

বর্ণিল মাস্ক পরে গর্বে কারও ফুলে ওঠে বুক

-ভোরবেলা চোখেমুখে ধাঁধা লেগে যায়!

বাস্তবে কী যে দেখি- দরজা নয়

দরজার মতো দুই বিস্তৃত কপাট দুই প্রান্ত থেকে

সজোরে সহসা

আমার চোখের মুখে প্রত্যুষে বন্ধ হয়ে যায়!

 

কলহাস্যে মেতে ওঠে ঘর

ঘরময় আলো বিচ্ছুরিত হতে থাকে

অন্ধ বাদুড়ের মতো ভোরবেলা হা-হুতাশ করি

ত্রিভুবন নৃত্য করে মাথার ভেতর

কোরাসের সুর বাজে, আমি একা

একাগ্র মনে দেখি আকাশের রং-

এত্তোসব কান্ড দেখে হেসে ওঠে দরজার খিল!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর