শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিলুপ্ত পুরুষ

মুহাম্মদ ফরিদ হাসান

একটি পাতার ওপর দাঁড়ালেই

ঘোর বৃষ্টি নামে সুঠাম শরীরে

ঝুম শব্দে কাঁপে নদী

দিগন্ত গিলে নেয় শ্বাস

জেগে ওঠে হন্তারক চোখ

হাঁটে লক্ষ্যহীন, উন্মত্ত ক্ষীপ্রতায়-

চারদিকে জমে আমারই মৃতদেহ!

 

যুগান্তর ডাক দিলে একটি পাতার ওপর দাঁড়াতেই প্রতিটি যুদ্ধ থামে

প্রতিটি নারী তখন ফলবতী

সংসারে-প্রতিটি সন্তান দুধে ও ভাতে!

 

আমি এক বিলুপ্ত পুরুষ

খুন করি নিজেরই শরীর           

যুগান্তর-প্রতীক্ষায়...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর