শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
কবিতা

রেলগাড়ি

মাকিদ হায়দার

এক আষাঢ়ে দিন যাবে না।

দিন যাবে না অতীত ভেবে।

তাহার কথা ভাবতে গিয়ে

পুড়লো দেহ মনের বাড়ি।

 

কাকে ফেরাই রাখিব কাকে

ভাবতে গিয়ে দিনটি গেল ঝিকরগাছায়।

এমন সময় লালন ফকির

বসলো পেতে আসনখানি চোখের উপর।

 

তবু আমার দিন ফুরালো,

পেছনে ফিরে তাকিয়ে ভাবি

কখন কবে কাকে যেন দেখেছিলেম

নীল শাড়িতে, হঠাৎ দেখা

যশোরগামী রেলগাড়িতে।

 

পাথরঘাটায় বসে থাকি একা একা

জোড়াসাঁকোর রবি ঠাকুর

দাঁড়িয়ে থাকে আমার পাশে

কেউ বলিনি একটি কথা, ছিলাম আশায়।

 

হঠাৎ দেখি রেলগাড়িতে,

যে কোন দিন, যাব দু’জন

খুঁজতে, যাব নীল শাড়িটির ভেজা আঁচল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর