শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঘুম

সরকার মাসুদ

ঘুমের সময় শুধু চোখ ঘুমায় না

মাথা ঘুমায় না

আমাদের প্রাত্যহিক দুঃখ-কণ্ঠগুলোও ঘুমায়

 

ঘুম এক প্রাকৃতিক মহাওষুধ

যদি তুমি এক মাস ঘুমাতে না পারো

জাঙ্গিয়া পরে দৌড় দেবে নদীর ওদিকে, জানি!

 

আর শোনো, আমরা তোষক-বালিশের নাম করে

আসলে তুলতুলে ঘুম কিনে আনি।

 

রক্ত থাকে শিরায়, ময়লা চুলে উকুন,

চর্বি থাকে চামড়ার ঠিক নিচে

ঘুম কোথায় থাকে বলবে আমাকে?

 

ঘুম লুকিয়ে থাকে গভীর জলা-জঙ্গলের ভেতর

রাত বয়স্ক হলে চলে আসে লোকালয়ে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর