শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
কবিতা

বৃক্ষখুনি

নাসরীন জাহান

সারসার কদম ফুল ফুটতেই,

শীতকাল গুটিয়ে নিল আঁচল

কাচের টুকরোর মতো বৃষ্টি ঝরতে থাকল।

পাশাপাশি দুটো কদমগাছ। বৃষ্টি উপেক্ষা করে

বিদ্যুতের লোকেরা একটির কোমরে

কোপ বসাতেই পাশের বৃক্ষটি

ডুকরে কেঁদে উঠল।

 

হতকিত কুড়াল ছিটকে পড়ল রাস্তায়।

আহত পথ থমকে গেলে

সারসার গাড়ির চাকা লাল বাতি ছাড়াই

স্তব্ধতার নিঃসীমে নিশ্চুপ হলো আচমকা।

 

নগর আসমানে বিশাল ডানায়

পাক খেতে বাজপাখি তুমি

মহা চিল্লানো শুরু করতেই সব গাড়ির র্হন

অস্তিত্ব কাঁপানো পেপু করে

তোমার কান ঝালাপালা করতে থাকলে

পালাতে থাকা কাঠুরের পেছনে তুমি

ছুটতে শুরু করলে।

 

আঙুল গুরালাম,

তুমি হয়ে গেলে কুড়াল

আর কাঠুরে শাদা রক্ত ঝরতে থাকা বৃক্ষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর