শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আগুনে সুরভি

নিলয় রফিক

বাদামে খোসার মন্ত্র, স্বপ্নজালে পলির রোপণ

আট মাসে নয় দিন ফুল ফোটে গুদাম পাড়ায়

বেদনার উৎসব মিস্ত্রিবাড়ি, সরোদে গুঞ্জন

স্বরূপে নিয়মে বেড়ে উঠে বদলায় দেহ রূপ।

সমুদ্রে সাঁতার কেটে প্রথম সিঁড়ির পার হয়ে

দ্বিতীয় ঢেউয়ে থাবা খেয়ে ঝরেপড়ে পথে পথে

অন্ধকার পিপাসার মরুভূমি জীবন লাটিম

খবরে বাতাসে দৌড় বোধিবৃক্ষে প্রার্থনা মিনতি।

 

পবিত্র সূর্যের আলো ধানক্ষেতে কামলা নিয়োগ

শব্দপুড়ে স্বপ্নখামে, পৃষ্ঠাভরা আকাশে ঠিকানা

সুন্দর সকালে প্রিয় মুখ, মন্দিরের সভা ঘরে

পেছনে সারিতে তোলে এনে আয়ুবীমা চাকা ঘুরে

হঠাৎ আঙুল ফোলে কলাগাছ বামে-ডানে পর

কুলাঙ্গারে আচরণে হতভম্ব, আগুনে সুরভি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর