শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
কবিতা

আদিত্যের জীবন

আলমগীর রেজা চৌধুরী

আদিত্য,

তোর জন্য শৈশববেলা ফেলে এসেছি।

যত গল্পকথা, রূপকথা, চুপকথা

বহন করে করোনাকালে হাঁটছি।

মনুষ্যজীবন ভাগাড়ের ভরা, আত্মঘাতী।

 

বনভূমি জুড়ে দিনরাত্রির প্রজাপতি

হঠাৎ মিলিয়ে যায়।

আমার জন্য গোধূলি আকাশ

তোর জন্য মরুভূ হাহাকার।

তোর মনে হয় না? আমার হয়।

 

আমি আদিত্যের যাবতিক ছায়ায়

বুনে দিয়েছি এক জনম, আর অষ্ট-প্রহর-

তুই মনে রাখিসনি

আমি রাখলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর