শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আচানক

মাহমুদ নোমান

মনটা আজ শুধু তোমার খোঁজ নিচ্ছে

অন্ধকারে ঠেঁস দিয়ে নদীটাও

ভাঙছে বিশ্বাসের পাড়,

কী নির্জনে টেনে টেনে নিচ্ছে

পিঁপড়ের মতোন

নাভিশ্বাসের প্রতিমা দেখাতে,

ফিসফিসিয়ে নিজেতে কথা বলা

আচানক থেমে গেলে

অন্ধকার চিরে সাদাটে জামা

বুকের জমিতে পরে

তোমাকে খুব খুঁজছে

মাছের কাঁটা খেতে খেতে

বুড়িয়ে যাওয়া বাড়ির বেড়াল

ঐখানটায় শুয়ে আছে

রোদে চিকমিকে,

টান মারে বাতাসের খেয়াল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর