শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
কবিতা

বিষাদের পঙ্ক্তিমালা

সম্পদ বড়ুয়া

আকাশে মেঘের ছায়া, থোকা থোকা অন্ধকার নামে

হিজল গাছের বনে, ডাহুকেরা কেঁদে কেঁদে মরে,

পথ ভুলে দিবাকর মাথা গুঁজে মেঘেদের গ্রামে।

ধবল রোগীর মতো সাদা চাঁদ গড়াগড়ি খায়

হাসপাতালে শুভ্র বেডে, সারা রাত বুনে বুনে যায়

বিষাদের নক্শিকাঁথা, গেঁথে রাখে মৃত্যুর ঠিকুজি।

বাতাসের বুকে বড় শ্বাসকষ্ট, প্রাণ যায় যায়,

আহত পাখির মতো শূন্য ডানা কেবলি ঝাপটায়,

শোকাতুর ঝরাপাতা ঢেকে রাখে বৃক্ষের বিলাপ।

 

বেলা শেষে অন্ধকার নেমে আসে দূর ঝাউবনে,

রাতজাগা কুকুরেরা থেকে থেকে করে আর্তনাদ,

ভয়ার্ত অশনি শঙ্কা অন্ধকারে পায়ে পায়ে হাঁটে

শ্রাবণ ধারায় জানি ফুরাবে না শোকের মাতন।

 

পৃথিবীর সব আলো ধীরে ধীরে যদি নিভে যায়,

পৃথিবীর সব ফুল যদি দেখি সুবাস হারায়,

পৃথিবীর সব পাখি কলতান যদি ভুলে যায়,

মানুষে মানুষে ভাব নড়বড়ে, বাঁচা বড় দায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর