শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইন্দ্রজাল

কাবেদুল ইসলাম

যতই গভীরে যেতে চাই অতল সমুদ্র রূপে

চোরাস্রোত হয়ে ওঠো তুমি মৃত্তিকার অন্তরালে,

তোমার জলের গাঢ় উষ্ণতা আমাকে সূক্ষ্ম জালে

বেঁধে যেন ছুড়ে দেয় অতলান্ত অন্ধকার কূপে।

সুদীর্ঘকালব্যাপী ছিল যে প্রাণ হতোদ্যমপ্রায়,

বন্দি হয়ে পড়েছিল কোনো এক ভুতুড়ে জিন্দানে,

উজ্জীবিত হবে সে তোমার জলের আরক পানে,

অথচ দুর্ভাগ্য, দেখো, পড়ে আছি গভীর খাদায়!

 

জানি, এক ইন্দ্রজাল ছড়িয়ে রেখেছ চারপাশে,

যতই ছাড়াতে যাই আরও কঠিন আষ্টেপৃষ্ঠে

বাঁধি নিজেকেই যেন দৃশ্যলীন গোপন সুতোয়,

প্রতিরোধ প্রস্তুতি যতটা, তার চেয়ে বেশি গ্রাসে

অস্তিত্ববিনাশী অন্ধকার অভাজনের অদৃষ্টে?

কী করে রুধব তাকে সবকিছু যখন লুটোয়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর