শিরোনাম
শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা
বই পরিচিতি

করোনাকালে বাংলাদেশ

ড. খন্দকার মোশাররফ হোসেন

করোনাকালে বাংলাদেশ

সম্প্রতি ‘করোনাকালে বাংলাদেশ’  নামে  নতুন বই প্রকাশিত হয়েছে। লেখক তার দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ, আবেগ, অনুভূতি, বিশ্বের খ্যাতিমান চিকিৎসাবিজ্ঞানীদের গ্রন্থ থেকে দালিলিক তথ্য-উপাত্ত সমৃদ্ধ বই লিখেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। করোনাকালে ঘরে বন্দিত্বের পুরো সময় তিনি ‘করোনাকালে বাংলাদেশ’ বই লেখার কাজে ব্যয় করেছেন। লেখক অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বইতে করোনাভাইরাস পরিচিতি, মহামারীর ইতিহাস, ইসলামের দৃষ্টিতে মহামারী, কভিড-১৯ বাংলাদেশ পরিস্থিতি, প্রতিষেধক টিকা (ভ্যাকসিন), প্রতিরোধে সাধারণ ছুটি ও লকডাউন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রণোদনা, করোনাকালে অসামঞ্জস্য বাজেট ও ভঙ্গুর অর্থনীতি, ভাইরাস নিয়ন্ত্রণে সম্মুখযোদ্ধাদের ভূমিকা, শিক্ষাখাতে প্রভাব, দুর্যোগ ও দুর্ঘটনা, দুর্নীতি ও অব্যবস্থার কথা বর্ণনা করেছেন। ‘করোনাকালে বাংলাদেশ’ বইটির শেষভাগে পরিশিষ্ট-১ থেকে ৪-এর বর্ণনাতে লেখকের মুন্সিশয়ানা ষোলআনা প্রকাশ পেয়েছে। করোনা আগ্রাসনে আর্থিক, সামাজিক, শিক্ষা, আইনশৃঙ্খলা ও শাসনসহ সর্বক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলেছে। করোনাকালে বর্ণিত এসব বিষয়ে সূক্ষ্ম পর্যবেক্ষণ ও পর্যালোচনা এ গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ আরও হ্রাস পেলে বা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর প্রিয় পাঠক বিগত ১০ মাসের পরিস্থিতির দিকে ফিরে তাকাতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা হাউস দি ইউনির্ভাসেল একাডেমি, ৩৮/২-ক বাংলা বাজার ঢাকা, মূল্য ছয়শ টাকা। গ্রন্থটি একুশে বইমেলায় পাওয়া যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর