শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা
কবিতা

কবিতাকুমারী

আলমগীর রেজা চৌধুরী

সহি কাবিননামায় কবির দস্তখত-

জন্মের পাপ-পুণ্যের দালিলিক স্বাক্ষর।

তুমি যদি প্রস্থান করো

কী থাকে জগতের অঙ্গীকার!

তুমি ছলনা করে লিখে দাও-

একলা আকাশ-ধূসর বনভূমি।

১১.

মানুষ বহুগামী

অসংখ্য রাস্তায় হাঁটে-

বৃক্ষ জানে, কে শস্যশিল্পী?

আমাজানের কূল বেয়ে

লাইফে অমৃতাকে খুঁজে নেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর