শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

আমি অপেক্ষা করছি

আহাদুজ্জামান মোহাম্মদ আলী

শোভন, তুমি কি আামার কথা শুনতে পাও?

সেই কবে দূর দেশে চলে গেলে তুমি,

তারপর আর দেখা নেই,

যাবার সময় তুমি কিন্তু বলেছিলে

তুমি ফিরে আসবে,

এর পর কত বর্ষ অতিক্রান্ত হলো-

তোমার দেখা নেই।

আমি এখনো অপেক্ষায় আছি,

দশ বছর স্নান করিনি,

তুমি ফিরলেই স্নান করব,

দশ বছরে চুল দাড়ির আগাছায়

ছেয়ে গেছে মাথা, মুখ।

তুমি কেমন আছ জানি না,

আমার মতই? তাহলে বেশ হয়,

একসাথে স্নান করে শুচি শুদ্ধ হব,

দীর্ঘ পথ হেঁটে বটতলায় বসব।

ফিরে যাব পুরনো দিনে আগামী দিনের আশায়, শোভন আমি তোমার জন্য অপেক্ষা করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর