শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
কবিতা

ধূলিকাব্য

মিনার মনসুর

তারা আসে ঝরে যায় তবু

তারা হতে তারা আসে

কত চারা নাড়া হলো প্রভু

খুনসুটি ঘাসে ঘাসে!

 

ইতিহাস সে তো ধূলিকাব্য

ধূলি লেখে ধূলি পড়ে বই

ধূলির প্রাসাদজুড়ে ধূলির পদক

তার জন্যে এত্তো হইচই!

বামন লাফিয়ে ওঠে চাঁদের পাহাড়ে

চাঁদ গড়াগড়ি যায় ঘাসে

সব রক্তবন্যা শেষে জেগে থাকে শুধু

ধূলির প্রান্তর ইতিহাসে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর