শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তোমার জীবনী

ওবায়েদ আকাশ

আঁধার থেকে গলতে গলতে এখন

হিমাঙ্কের নিভৃতি বলে নিজেকে প্রমাণ করছো

 

ধাতব সত্যের মতো রহস্যময়তা

আর বিজ্ঞানের বিস্ময় সকাশে দাঁড়িয়ে

বুঝিয়ে দিয়েছো- তোমাকে ঘিরে যুগের পর যুগ

কতোটা সময় গবেষণাগারে ফুরিয়ে গেছে পৃথিবীর

 

নিরন্তর টেট্রন বালিশের ধারে

কেটে কেটে রক্তাক্ত হচ্ছে ঘুমের কার্পাস

কোনো কোনো তন্দ্রাচ্ছন্ন মুখ আর কোনো দিন

দেখবে না পৃথিবীর অবাক সুন্দর আয়ু

 

তবু ঘুম ভালোবেসে মানুষ চারপাশ ঘিরে

দিনের পর দিন কেটে চলেছে সমুদ্র পরিখা

বুকের একান্ত কাছে আঁকড়ে ধরেছে

চিরকাল অবিশ্বস্ত আর অবিশ্বাস্য প্রগাঢ় তমসালিপি

 

আতাফলের গভীর তিমির থেকে মা পাখির

ডানার বিশ্বস্ত ওমে হেঁটে হেঁটে কুড়িয়ে এনেছো

ঘুমের আকর

একদিন অন্ধকারের ব্যথিত হৃদয়ে

বেদনায় নীল হতে হতে ক্ষয়ে গেছো হিমাঙ্কের ওপার

 

অরণ্যের পাতাঝরা অন্ধকারে তাই বাজপাখির ডানার

শব্দের মতো করুণ আখ্যানে বাজে তোমার জীবনী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর