শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
কবিতা

ইউটোপিয়া

শেখ আতাউর রহমান

উবার ডানে ঘুরতেই চোখে পড়ে বিশাল নেমপ্লেটটা-ইউটোপিয়া

মনে হয় একটা রেস্টুরেন্ট- মানুষের মিলনমেলা

নিশ্চয়ই জমায় আসর এখানে শহরের অগুনতি প্রিয় ও প্রিয়া

পেছনে বসে থাকা কন্যাকে বলি, মা, কি সুন্দর নাম!

এটাই যে আমার স্বপ্নের চিরধাম!

আমি সারাক্ষণ এর ভেতরেই থাকি

এ-শব্দের সাথেই প্রতিপলে বাঁধি বন্ধন রাখি

আমি যদি হই ওমর খৈয়াম, ইউটোপিয়া আমার সাকি!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর