শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বইমেলা

মঈনুস সুলতান

হালফিল পরবাস উচ্চকিত হয় বিচ্ছিন্নতার প্রতিবাদে

গোপনে লালন করি বইমেলার মসলিন স্মৃতিপট,

বাঙালি আমি-কিছু স্বজন আমার বারুদে পুড়ে বাগদাদে

দেহেলিতে হরেক সংস্কৃতি জ্বালে দীপ-সাজায় মঙ্গলঘট।

 

কখনো নিজস্ব বনানীর করোটিতে ঘোরতর আড্ডা জমে ওঠে

তসরে আঁকা হয় নকশা, শালিক খুঁটে ধান-বসে বালুচরীর মাইফেল,

চালতাগাছে ফুটে নিহারিকা- ঢোলকের বাদ্যে বাজে অক্ষরের উৎসব

মনে হয়-উচ্চাশা কিংবা প্রগাঢ় প্রণয়, কিছু চাওয়া-সকলই গরল ভেল,

মেঘের কিশতিভাসা আকাশপর্যটক বলাকা উড়ায় তিশিখেতের অনুভব।

 

মনে হয় সব ছেড়েছুড়ে ফিরে আসি-ভিজি বৃষ্টিসিগ্ধ মাটির সৌরভে

তৈরি করি কিছু কেসসা কাহিনি- খুঁজি কবিতার আদি খানদান,

ইরিত্রিয়ার জলাশয়ে বিম্বিত হয় যে চাঁদ জোৎ¯œার ষোড়শী গৌরবে

কি-বা হবে-যদি বাটা ভরা চুন থেকে খসে যায় এলাচমাখা সাঁচিপান!

 

খুঁজেছি জিন্দেগীর বিরান খেতে খাদ্যপ্রাণে ভরপুর কলমিলতা

অনাহারে ধুঁকে ধুঁকে আমার সঙ্গহীনতা-

তৈরি করে মজলিশের তারিয়াকি,

পর্যটনী-ব্যাগ ঝুলিয়ে যদি চলে আসি বইমেলায়-তোমাকে ফিরে পাব কী?

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর