শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অগ্নিস্নান

শফিক আলম মেহেদী

আসুন, একবার ঘুরে আসি স্মৃতিময় একাত্তরে

অগ্নিঝরা সাতই মার্চের কাছে জেনে নিই

সেদিন মায়াবী বিকেলে

কেমন ছিল রেসকোর্সের সবুজ উদ্যান!

 

রজতশুভ্র নীলিমায় আকাশ সেজেছিল অপরূপ

তরুপল্লব ছায়ায় পাখির গুঞ্জনে

বাতাসে পূর্বাভাস মুক্তিমন্ত্র উচ্চারণের

ঘাসের গালিচায় অযুতলক্ষ মানুষ

অধীর অপেক্ষায় কখন আসবেন প্রবুদ্ধ কবি!

 

অবশেষে মহাকাব্যের মহানায়কের মতো

ঋজু ভঙ্গিতে কবি এলেন

মেঘমন্দ্রস্বরে পাঠ করলেন

সর্বকালের শ্রেষ্ঠ কবিতা ‘স্বাধীনতা’ শিরোনামে

মুহুর্তে দুলে ওঠে জনসমুদ্র ছলকে ছলকে

নেচে ওঠে বাংলার হৃদয় অভিন্ন নাচের মুদ্রায়

জয় বাংলা হুঙ্কারে প্রকম্পিত আসমান-জমিন

প্রত্যেকেই ‘মুজিব’ তখন জীবন দেয়ার অঙ্গীকারে!

 

বাকী ইতিহাস-

ঘরে ফেরা আর হলো না কারও

পিতা যায়নি সন্তানের কাছে

পুত্র যায়নি মায়ের কাছে

প্রেমিকও যায়নি প্রেমিকার কাছে

জলে-স্থলে-অন্তরীক্ষে কেবলি তখন পশুবধ

রক্ত-অশ্রু-অগ্নিস্নান শেষে

দীর্ঘ ন’মাস পর ঘরছাড়া মুজিবেরা

আবার ফিরে এলো যাত্রাবিন্দু

রেসকোর্সে, মোলই ডিসেম্বর

জননী জন্মভূমি বাংলাদেশের জন্ম-চিৎকারে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর