শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা
কবিতা

চোখটান

নিলয় রফিক

চোখের সড়কে পথে, দৃষ্টিকথা প্রেমের সেলাই

হৃদয় কপাটে ঘাটে, স্নানসেরে দাঁড়িয়ে সুন্দর

চোখটান অপলক অতল হুহায় পুড়ে সুখ

হাসির চুম্বনে ঠোঁটে, ভাগ্যফুলে সুভাস নজর।

 

কল্পনাজঁপে ললাটে সন্ধ্যাডুবে ঘরে ফেরা মুখ

টেবিলে ধ্যানের মগ্ন, শব্দগুলো আনন্দ-শহরে

দিন যায় মাস শেষ, তবুও আসেনি শূন্য খাতা

প্রতিবেশী কানাকানি আড়ালে গোপনে কথা ঘোরে।

 

পাখির গানে সকাল, কে যেন অদূরে ডাকে ফোনে

দেখাতো হবে না আর, ভালোবাসা সহজে কঠিন

স্বপ্নগুলো মেঘেঢাকা বৈশাখে-তান্ডবে ফর্সা রোদ

শরীরে আপেলগুলো, নির্জনে আঁচলে বুক টান।

 

দেখতে দেখতে জলে, সাঁতারে প্রস্তুত যদি বলো

আগুন পাথরে তাপে, মোমের প্রার্থনা শান্তি জ্বালো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর