শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

খেলা

আমিনুল ইসলাম

নদীবর্তী গ্রামে শিশুর দল; বালুতে ঘর বানানো তাদের সখ।

সর্দার বালকের নির্দেশনা বিবাদ মেটাতে কখনো বনৌষধির

মতো ফল দেয়। বাবলার ছায়া দীর্ঘতর হলে তারা খেলাঘর

ভেঙে দেয়; ফলে এই নিয়ে বচসা মারামারিতে গড়ালে

দু’ভাগ হয়ে গাঁয়ে ফেরে শিশুরা। খেলাধুলার পুনরাবৃত্তি

নিশ্চিত করে পরপ্রভাতে লাল হয়ে ওঠে দিন। এভাবেই

বাল্যকাল। তারা বড় হলে বালুচরে আর ঘর রচে না; অথচ

তাদের প্রাপ্তবয়স্ক কাজেকর্মে বাল্যসংস্কৃতির ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর