শিরোনাম
শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

বরফ উৎসব

গোলাম কিবরিয়া পিনু

বর্তমান নিয়ে অতিব্যস্ত হয়ে পড়ছি

অতীত তো ভুলে যাচ্ছি--

                ভবিষ্যতও হারিয়ে যাচ্ছে!

দীর্ঘদিন হলো হিম-মৃত্যুতে

ঢাকা পড়ছে এই পৃথিবীটা!

 

নেকড়ের চেয়েও কী হিংস্র!

          ভল্লুকের চেয়েও কী হিংস্র!

শত্রু নেকড়কেও যদিও দেখা যায়

শত্রু ভল্লুককেও যদিও দেখা যায়,

এই এক শত্রুকে দুচোখে দেখা যায় না!

কাকে কখন যে--কুপোকাত করে

মৃত্যুর আঁধারে ম্যুরাল বানিয়ে--দড়িতে বেঁধে নিয়ে

ছুটেছে জমাট বরফের হিমে!

 

পৃথিবীর তরতাজা চামড়া--

         শুকনো ও কুঞ্চিত হয়ে পড়ছে!

এরমধ্যে ঢুকে রোমশ-মৃত্যুর কী বরফ উৎসব!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর