শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা
কবিতা

মনার বাপ মনার মায়ের ভোট

মোফাজ্জল করিম

মনার বাপ, ও মনার বাপ,

পইড়্যা পইড়্যা এহনো দেহি ঘুমাও

আইজকা যে ভুট ভুইল্যা গেছ?

ভুট দিবার যাইবা না?

মাগ্না চা আর খিল্লি পান

হাউশ মিটাইয়া খাইবা না?

আর দেরি না উইঠ্যা পড়ো

লও দেহি যাই

সকাল সকাল শান্তিমত ভুট দিয়া আই।

 

মনার বাপে কয় :

তুমার যদি অতই মনে লয়

তুমি যাইবার পারো, তয় জাইন্যা রাহো,

‘সিল মারো ভাই সিল মারো’ দল

তুমার আমার হগলতেরই

ভুটের কাম সাইরা লাইছে রাইত দুফুরেই,

তাড়াতাড়ি,

অহন শুধু বাকি আছে তুমার লাইগ্যা

আমার লাইগ্যা অগো হাতের লাঠির বাড়ি।

তারপরেতেও যাবা? অগো হাতে গাবুইরা মাইর খাবা?

ভুটের লাইগ্যা অত কিসের গরজ

তার থাইক্যা কাঁথা মুড়িদি হুইত্যা থাহো,

জানো না

জান বাছানো ফরজ?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর