শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

উদ্বাস্তু কষ্টের বিকেল

রাহমান ওয়াহিদ

ওপারে সুখহরা মরা নদী নান্দনিক সুখজলে ভাসে

আর এপারে ঘামজল শরীর কাঁপে ঘন নীল নিঃশ্বাসে।

তারই মধ্যিখানে আশ্চর্য হেঁটে যায় উদ্বাস্তু কষ্টটা-

যকে আমি তরল ঘেন্নায় নষ্ট করতে চেয়েছি শতবার।

 

আগুনপোড়া রোদ যখন মাঠের খরানি পলি ফাটায়

আর বোশেখি তান্ডব শীত বসন্তের ছায়া সরিয়ে

বেঢপ মাতম তুলে বেতালের মৃদঙ্গ বাজায়,তখনও

অদ্ভুত কষ্টটা তারই মধ্যে মেলে দেয় রংধনু ময়ূরী বিকেল!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর